বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ||
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে অভিনব কায়দায় বাড়ছে চুরি, ছিনতাই সহ নানান অপরাধ মূলক কর্মকাণ্ড৷ প্রায়ই শোনা যায়, ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত আউশকান্দি অঞ্চলে ঘটছে এসব অপকর্ম৷ আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সম্প্রতি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরির ঘটনাও ঘটেছে।এতে ব্যবসায়ীদের নগদ টাকা ও লক্ষ লক্ষ টাকার মালামাল খোয়া যায়৷ শুধু তাই নয় সংঘবদ্ধ চোরেরা কয়েকটি মোটর সাইকেল চুরি সহ কৃষকের গরু,পাওয়ার টিলার মেশিন, মোবাইল ফোন, নগদ টাকা প্রতিনিয়ত নানান ছদ্মবেশে চুরি করে হাতিয়ে নিচ্ছে৷ সচেতন মহলের দাবী করে বলেন, এতে ওই এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে৷
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ওই এলাকায় গতকাল (১১ আগষ্ট) শুক্রবার সন্ধ্যারাত অনুমান সাড়ে ৭টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আবেদ আলী ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপের মালিক ও সিএনজি চালক আবেদ আলীকে সু-কৌশলে ৩ জনের একটি ছিনতাইকারী চক্র সিএনজি অটোরিক্সা মেরামত করানোর কথা বলে মহা সড়কের মিনাজপুর নামক স্থানে টমটম গাড়ী যোগে তাকে সেখানে নিয়ে উপর্যুপরি চুরিকাঘাত ও মারপিট করে আহত করে। এবং তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় তারা পালানোর চেষ্টাকালে আহত ইঞ্জিনিয়ার আবেদ আলীর আর্ত চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালানোর সময় এক ছিনতাইকারীকে মোটরসাইকেল যোগে ধাওয়া করে সঈদপুর বাজার চেয়ারম্যান অফিসের সামনে গিয়ে টমটম গাড়ী সহ তাকে আটক করে জনতা৷ তার অপর ২ সঙ্গী টাকা নিয়ে পালিয়ে যায়৷ আটককৃত ছিনতাইকারী আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র মাজিদ মিয়া (২২)। এসময় ধৃত মাজিদ জানায় তার অপর সঙ্গীয় বনগাঁও গ্রামের আলা উদ্দীনের পুত্র আবু বক্কর (২৬) ও ইসলাম উদ্দীনের পুত্র রেপু মিয়া (২৫)৷ আহত আবেদ আলীকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসা দেয়া হয়েছে৷
এদিকে, ছিনতাইকারী মাজিদকে জনতা আটকের পর আউশকান্দি হীরাগঞ্জ বাজারে নিয়ে আসলে অনেক নাটকীয়তার পর রাত অনুমান ১টার দিকে প্রায় ৫ঘন্টা পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে তাদের পুলিশ হেফাজতে নিয়ে যায়৷ অবশেষে নবীগঞ্জ থানায় উল্লেখিত ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে বাদী আহতের ভাই গাড়ী চালক জুনাব আলী জানান। এবং আসামীকে কোর্টের মাধ্যমে আজ ১২ আগষ্ট দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো: ডালিম আহমেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে এবং সংশ্লিষ্ট ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ পলাতক আসামীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
সচেতন মহলের দাবী প্রশাসনিক তড়িৎ পদক্ষেপ গ্রহন করে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়৷
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন