যুক্তরাজ্য আওয়ামী লীগ জাতীয় শোক দিবসে বৃটেনে মাসব্যাপী কর্মসূচি পালন করার ঘোষণা

gbn

ফয়ছল মনসুর, 

যুক্তরাজ্য আওয়ামী লীগের ভার্চুয়ালি সভায় জাতীয় শোক দিবসে বৃটেনে মাসব্যাপী কর্মসূচি পালন করার ঘোষণা; শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে শোকাবহ আগষ্টে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বৃটেনের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এর পাশাপাশি,

জাতীয় শোকদিবস উপলক্ষে  প্রতিটি শহরে সেমিনার, কবিতা আবৃত্তি, ও আলোচনা সভার আয়োজন করা উদ্দ্যোগ নেওয়ার জন্য  গতকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের ভার্চুয়ালি সভায় জাতীয় শোকদিবসের মাসব্যাপী  এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভার 

বক্তব্য রাখেন যুক্তরাজ্য  আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ, ভিপি খসরুজ্জামান খসরু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ-সাদাত, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি  মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য

মাহমুদুর রহমান, মাহবুব আলম চৌধুরী মাখন, ওয়েস কামালি, শেখ জাফর আহমেদ, রুহুল আমিন চৌধুরী মামুন,মোহাম্মদ  শাহ জাহান আহমেদ, মোহাম্মদ নাজিম উদ্দীন,  সরওয়ার কবীর, মুহিব উদ্দিন চৌধুরী, জগলুল কুরেশি,আব্দুল হান্নান, নিজামুল হক নাজমুল, ও মোহাম্মদ  শাহ নেওয়াজ,ও  মান্না রায়, সহ বিভিন্ন শাখা কমিটির প্রমুখ নেতৃবৃন্দ। 

সভার সীদ্ধান্ত অনুযায়ী  মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য বৃটেনের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। 

একইসাথে যুক্তরাজ্য  আওয়ামী লীগের সকল  শাখার নেতৃবৃন্দকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয়  কর্মসূচির সাথে সঙ্গতি রেখে এবং যোগাযোগ করার মাধ্যমে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।*

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন