মৌলভীবাজারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার জেলা প্রশাসক ড,উর্মি বিনতে সালাম,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: মনজুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান,জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, রেড ক্রিসেন্ট, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস,মহিলা বিষয়ক অধিদপ্তর,জেলা শিল্পকলা একাডেমী,পানি উন্নয়ন বোর্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,বন বিভাগ,এনজিও ফাউন্ডেশন,রোবার স্কাউট,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড,উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: মনজুর রহমান,জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও তার পরেই জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরন করেন অতিথিরা। 


 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন