জিবিনিউজ 24 ডেস্ক //
শ্রীমঙ্গলে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক প্রথমে শহরের মিশন রোডে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে পুজামণ্ডপ পরিদর্শন করেন এবং পুজা কমিটি ও রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি অন্যান্য পুজামণ্ডপ পরিদর্শন করেন। অন্যান্য পুজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পুজা কমিটি ও পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সাথে ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন প্রমুখ।
এছাড়াও পুজামণ্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন পরিষদের সকলস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন