প্রকাশ্যে হৃতিক-দীপিকার ফাইটার সিনেমার মোশন পোস্টার

বলিউডের দুই তারকা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন তাদের আসন্ন সিনেমা ফাইটার দিয়ে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। ছবিটির ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের নজর কেড়েছে। 

ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুর ফাইটার সিনেমার প্রথম মোশন পোস্টারটি শেয়ার করেন। এতে  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করা হয়।

এদিকে হৃতিক ও দীপিকার পাশাপাশি অনিল কাপুরও প্রথমবারের মতো দুজনের সঙ্গে যোগ দিচ্ছেন একই সিনেমায়। তাই বলাই যায়, ফাইটার-এর মোশন পোস্টার দেশটির স্বাধীনতা দিবসে একটি মেগা উদযাপন।

পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমা হলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি।’

‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন