মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে -ভারত, চীন ও রাশিয়ার বাতাসকে নোংরা হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জলবায়ু মোকাবিলা পরিকল্পনা প্রত্যাখ্যান করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার ন্যাশফেলেতে বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে নেমে ট্রাম্প বলেন, চীনের দিকে তাকান, দেশটি কতটা নোংরা। রাশিয়ার দিকে তাকান। ভারতের দিকে তাকান, এটি নোংরা। তাদের বাতাস নোংরা। বাইডেন পাল্টা বলেন, এটা কোনো কাজের কথা নয়। জলবায়ু পরিবর্তন মানবতার জন্য বিপজ্জনক হুমকি। আমাদের নৈতিক কর্তব্য এই বিপদ থেকে বিশ্বকে রক্ষা করা। ভারতের বাতাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আহ্বান জানিয়েছেন কেউ কেউ। আবার অনেকেই এ বিষয়টিতে নজর দিতে মোদির প্রতি অনুরোধ জানিয়েছেন। রাজধানী নয়াদিল্লির বাতাস বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্য বলেও ভারতীয়দের কেউ কেউ স্বীকার করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন