মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে। বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার ভিডিও-লিঙ্কের মাধ্যমে মস্কোভিত্তিক থিংক ট্যাঙ্ক ভালদই ডিসকাশন ক্লাবকে তিনি বলেন, একসময় গোটা বিশ্বে আমেরিকার যে অবস্থান ছিল, তা আর নেই । সেই দাবিও এখন করতে পারবে না মার্কিনরা। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বেশির ভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল তাও শেষ হয়ে গেছে। চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন