বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন ‘রহস্যময়’ এক চরিত্র। তিনি আগামী মৌসুমে কোথায় খেলবেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে অবস্থানরত কয়েকজনকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন আগামীকাল (শুক্রবার) সেখানকার ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন জামাল।
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়ো। বেশ কয়েক মাস আগে থেকেই এই ক্লাবের সঙ্গে জামালের আলোচনা চলছে। আগামীকাল আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে দুই পক্ষের মধ্যে। বাংলাদেশ সময় রাত ৯টায় এই চুক্তি সম্পন্ন হতে পারে। বাংলাদেশের কোনো ফুটবলার আর্জেন্টিনায় চুক্তি করতে যাচ্ছেন, অথচ এই বিষয়ে অবগত নন বাফুফে।
গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন বাংলাদেশের এই অধিনায়ক। ক্লাবটির দাবি, আসন্ন মৌসুমেও তিনি শেখ রাসেলের হয়ে খেলবেন বলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই পরিস্থিতির মাঝেই আর্জেন্টিনায় তার চুক্তি নিয়ে নতুন জটিলতা তৈরি হবে। তবে বাফুফ থেকে অনাপত্তিপত্র না পেলে তিনি খেলতে পারবেন না।
এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয় দলের জার্সির ছবি দিয়ে আর্জেন্টিনায় যাত্রা শুরুর কথা জানান জামাল, ‘এবার আমার সময় এসেছে আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন