এতদিন শুধু কণ্ঠই শুনছিলেন সবাই। অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। সব আড়ালে সরিয়ে আগমন হয়েছে ‘ড্রিম গার্ল’ পূজার; যে চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।
এ সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে রীতিমতো হইচই পড়ে গেছে। এ সিনেমায় আয়ুষ্মানের যে লুক দেখা গেছে তাতে দেখা যাচ্ছে- তার পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক। এ দেখে অবাক অনেকেই। এই সিনেমার প্রথম অংশে দর্শক শুধুই পূজার কণ্ঠ শুনেছিল। এ বার পূজার চরিত্রে নারীবেশে আয়ুষ্মান দেখবেন দর্শক।
এত দিনে বহু বহু চরিত্রে দর্শক দেখেছেন আয়ুষ্মানকে। তবে পূজার চরিত্রে অভিনয়ের জন্য কিছুটা দোটানাতেই ছিলেন নায়ক। বুঝতে পারছিলেন না, পূজার লুকে আদৌ তাকে মানাবে কি না। তবে লুক সেট হওয়ার পর নিজের টিমের কাছেও বেশ কিছু ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন। তার স্ত্রী তাহিরা কাশ্যপও প্রশংসা করেছিলেন। যা অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছিল নায়ককে।
পূজার চরিত্রে নিজেকে সাজিয়ে তোলা খুব একটা সহজ ছিল না আয়ুষ্মানের পক্ষে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, লখনউয়ের তীব্র দাবদাহে এত মেকআপ, ভারী পোশাক পরে শুটিং করা সহজ ছিল না। বুঝতে পারছিলাম যে, মুখের মেকআপ গলে পড়ছে। ওই সব পোশাক পরাও বেশ কঠিন ছিল। অনেক বার মেকআপ ঠিক করতে হয়েছে।
তবে দর্শকের ইচিবাচক মন্তব্যে খুশি অভিনেতা। আগে ‘ড্রিম গার্ল’ নায়কের বিপরীতে ছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন