আমি এখন আরো বেশি নির্ভীক, লজ্জাহীন : পূজা ভাট

প্রথমবারের মতো বিগ বসের ঘরে পা রাখেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট। সদ্যই শেষ হওয়া ‘বিগ বস ওটিটি টু’ আসরে সেরা ৫ জনে জায়গা করে নেন তিনি। 

কেমন ছিল পূজার জন্য বিগ বসের অভিজ্ঞতা? ভারতীয় সংবাদমাধ্যমের এমন এক প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানান, ‘‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।’’

কেন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগীতায়, সেটা জানিয়ে পূজা বলেন—‘আমাকে অনেকেই বারণ করেছিল বিগ বসে অংশ না নিতে। তবে আমার এমন কিছু করতে ইচ্ছে হয়েছিল, যা আমাকে হয় ডুবিয়ে দিবে নয়তো ভাসাবে। অনেক মানুষ আমাকে না করেছিল। বলেছিল, এই শো’তে অংশগ্রহণ করলে আমি লোকের চোখে খারাপ হয়ে যাবো। কিন্তু আমি তাদের কারো কথাই শুনিনি। আমার মধ্যে একটা জেদ ছিল যে এবার অংশ নিতেই হবে।’

এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। বিষয়টা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পূজার ভাষ্য—‘‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’’

বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ পড়েন পূজা। কিন্তু প্রতিযোগীতা থেকে বেরিয়ে এসে একবারের জন্যও ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। উল্টো জানিয়েছেন, বাবা মহেশ ভাটের অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। আর আজ যখন ফিরেছেন, তখন অনেকের ভালোবাসা পেয়েছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন