সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টিজার প্রকাশ করে বলিউডের নতুন ডনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বলিউড বাদশা শাহরুখ খানের বদলে এবার পর্দায় ‘ডন’রূপে আভির্ভূত হবেন রণবীর সিং। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার স্থলে কে থাকবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। মাসখানেক আগে মুক্তিও পেয়েছে সেই ছবি। ‘সত্যপ্রেম কি কথা’র সাফল্যের পর এবার পরবর্তী ছবির জন্য আটঘাট বাঁধছেন কিয়ারা।
গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে নাকি দেখা যেতে চলেছে কিয়ারাকে। খবর মিলেছিল, রণবীর সিংয়ের বিপরীতেই নাকি দেখা যেতে পারে তাকে। তবে এখন বলিউড অন্দরে কানাঘুষা, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় কিয়ারা থাকলেও তাকে নাকি টেক্কা দিয়েছেন বলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।
সম্প্রতি ‘ডন ৩’ ছবির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অন্যতম কর্তা রিতেশ সিধওয়ানির অফিসে দেখা গিয়েছিল কৃতিকে। এই মুহূর্তে ‘ডন ৩’ ছবি নিয়েই কোমর বেঁধে নেমেছেন রিতেশ ও ফারহান। অন্যকোনো ছবি নিয়ে এখন ভাবতে চাইছেন না তারা। তাই অনুমান, অন্যকোনো ছবি নয়— ‘ডন ৩’-এর জন্যই রিতেশের অফিসে গিয়েছিল কৃতি। যদিও এখনো পর্যন্ত রণবীরের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি ছবির নির্মাতারা।
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে ‘ডন ৩’। নিজের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির সাফল্যের পরে ‘ডন ৩’ ছবিতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। তবে পরে খবর মেলে, ছবিতে অভিনয় করতে রাজি হননি বাদশা। তাই খোঁজ শুরু হয় এমন এক অভিনেতার, যিনি শাহরুখের জুতোয় পা গলাতে পারবেন। গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’-এর দায়িত্ব তুলে দিতে চলেছেন রণবীর সিংয়ের হাতে। অবশেষে সেই খবরে সিলমোহর পড়েছে সম্প্রতি। নতুন যুগের ‘ডন’ হিসাবে আত্মপ্রকাশ করেছেন রণবীর সিং।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন