আকাশের ঠিকানায় নিজের নামটি লিখিয়ে ফেললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর নামে রাখা হল তারার নাম। খবরটি জানিয়েছেন নায়িকা নিজেই।
গত ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।
তবে শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসাবে মেলা সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।
তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।
শ্রাবন্তীর নামে তারার নামকরণের কথা জেনে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
যে ওয়েবসাইট থেকে শ্রাবন্তীর নামে এই তারাটি কেনা হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় ৫-৭ হাজার টাকায় নাকি যে কেউ এমন তারা কিনতে পারেন।
বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন