করণের ‘ইমার্জেন্সি’ সিনেমার প্রশংসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা

বলিউডের আলোচিত নায়িকা কঙ্গনা রানাউতের সঙ্গে করণ জোহরের বাদানুবাদ লেগেই থাকে। সে কারণেই যেন করণ সন্ধি প্রস্তাব দিয়েছিলেন নিজের প্রতিদ্বন্দ্বীকে। জানিয়েছিলেন কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তবু কঙ্গনা আপস করতে নারাজ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তাই দিলেন।

যেদিন ‘কফি উইথ করণে’ এসে বলিউডে নেপোটিজম নিয়ে করণকে একহাত নিয়েছিলেন কঙ্গনা, সেদিন থেকেই যেন বলিউডে তাদের সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরু। যখনই সুযোগ পান তখনই কঙ্গনা করণের টুঁটি টিপে ধরেন, অন্যদিকে করণও ছাড়েননি কঙ্গনাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা শোনা যায়।

কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে যেভাবে কঙ্গনা প্রযোজনা সামলে অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহী তিনি। সাক্ষাৎকারে ‘ওএমজি ২’, ‘গদর ২’ -এর ব্যবসায় খুশির কথাও জানান করণ। তারপর কঙ্গনার প্রসঙ্গ আসতেই স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্যই অধীর আগ্রহে বসে আছি। যার মধ্যে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সবার উপরে। ছবিতে কঙ্গনার লুক দারুণ।

করণের এই প্রশংসায় মন গলেনি কঙ্গনার। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে অভিনেত্রী লেখেন, ‘এর আগে যখন এমন কথা বলেছিল, মণিকর্ণিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, রিলিজের সপ্তাহে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। ছবির প্রায় সব মুখ্য চরিত্র কাঁদা ছিটিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছিল। আর হঠাৎ জীবনের সবচেয়ে সফল উইকেন্ড সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। (হাসি) আমি এবার ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ ও আবার উচ্ছ্বাস প্রকাশ করেছে।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন