ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান চীনের

ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং ব্রাজিলকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসের সম্মেলন শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। আর এ সম্মেলনে জোটটির পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।

বিশ্বের তিন ভাগ অর্থনীতির এ দেশগুলোর নেতারা ব্রিকস সম্মেলন-২০২৩ এ যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় জড়ো হয়েছেন। সম্মেলনটিতে তিনদিনব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।  

মঙ্গলবার (২২ আগস্ট) সম্মেলনের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বক্তব্য পড়ে শোনান দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়েং ওয়েনতাও। এতে জিনপিং বলেছেন, ‘চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই।’

 

তিনি আরও বলেছেন জোহানেসবার্গে যে সম্মেলন হচ্ছে ‘সেখানে কোনো দেশকে পক্ষ নিতে বলা হচ্ছে না অথবা বিরোধীতা করার জন্য কোনো জোট তৈরি করা হচ্ছে না। এর বদলে এই সম্মেলনে শান্তি ও উন্নয়নের অবকাঠামো বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।’

চীনের প্রেসিডেন্ট তার লিখিত বক্তব্যে আরও বলেছেন, ‘যে ধরনের বাধাই আসুক, ব্রিকস, একটি ইতিবাচক ও স্থিতিশীল শক্তি হিসেবে বাড়তেই থাকবে। আমরা ব্রিকসকে একটি শক্তিশালী জোটে গঠিত করব… সদস্যবৃদ্ধির ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করব এবং আন্তর্জাতিক আইনকে আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত করতে সহায়তা করব।’

 

এদিকে চীন হলো ব্রিকসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ। চীনের প্রেসিডেন্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে এ বছর মাত্র দ্বিতীয়বারের মতো বিদেশ সফর করেছেন। দেশটি ব্রিকসের পরিধি বাড়াতে এ বছর বেশ তৎপরতা দেখাচ্ছে। এরমধ্যেই জোটটির সম্মেলনে স্বশরীরে যোগ দিয়েছেন শি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন