সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্বরণে আলোচনা সভা,দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জয়নগর মাঠ, আটি, তারানগর, কেরানীগঞ্জ উপজেলায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫শত অসহায় ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শাহীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গফুর, শেখ বাবুল হোসেন, সদস্য সোহরাব হোসেন খোকন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়না, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ্ উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদস্য এ জেড জাকিউদ্দিন আহমেদ রিন্টু, কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারেক, যুব মহিলা লীগ ঢাকা জেলা দক্ষিণ এর আহবায়ক রেশমা জামান, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি শারমিন হোসেন লিপি, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এজাজুল জলিল রিপন, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম রাজ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তফা ননীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চলনায় ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হারিসুর রহমান অমিত।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে ৫শত অসহায় ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শাহীন আহমেদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন