জামালের বদলি ফুটবলার চায় বাফুফে

gbn

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের এক সংকট কাটতে না কাটতেই নতুন সংকট আর্বিভূত হয়েছে। আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ব্যস্ততায় বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলারদের বাইরে রেখেই চূড়ান্ত হয়েছিল ২২ জনের স্কোয়াড। সেই স্কোয়াডে তিনজনের রদবদল চেয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

এশিয়ান গেমস ফিফা উইন্ডোর বাইরে। তাই খেলোয়াড় ছাড়ার বিষয়ে সেই অর্থে বাধ্যবাধকতা নেই ক্লাবগুলোর। আর্জেন্টিনায় জামালের খেলা থাকায় তার পক্ষে এশিয়ান গেমসে খেলা সম্ভব নয়, যা আগেই অনুমেয় ছিল। আজ (বৃহস্পতিবার) বাফুফে আনুষ্ঠানিকভাবে জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও তাজ উদ্দিনের পরিবর্তে রহমত, হৃদয় ও পাপন সিংকে অন্তর্ভূক্তির আবেদন করেছে। বাফুফের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলটি অনূর্ধ্ব-২৩ বয়সীদের। এর সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার যুক্ত করার সুযোগ রয়েছে। জামাল ও ইব্রাহিম সিনিয়র ফুটবলার ছিলেন বাংলাদেশ দলে। তাদের বদলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জুনিয়রদের ওপরই ভরসা রাখছেন। গত এশিয়ান গেমসে জামালের নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবারের মতো নক-আউট পর্বে উঠেছিল। এবার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে যোগ দেওয়ায় তাকে পাচ্ছে না বাংলাদেশ।

 

১৫ জুলাইয়ের মধ্যে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার ডেডলাইন দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ডেডলাইন মেনে চূড়ান্ত তালিকা দেওয়ার পর আবার পরিবর্তনের অনুরোধ করছে কয়েকটি ফেডারেশন। বিশেষ করে দলীয় খেলাগুলোতে এই আবদারটা বেশি। প্রাথমিক তালিকায় রেজিস্ট্রেশন থাকায় ইতোমধ্যে অনেক ম্যাচের চূড়ান্ত তালিকা রদবদলও হয়েছে। গেমস কর্তৃপক্ষ ইতোমধ্যে চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রেরণ শুরু করেছে। শেষ মুহূর্তের রদবদলে নতুন অন্তর্ভূক্তি হওয়া ফুটবলারদের কার্ড পেতে খানিকটা বিলম্ব হতে পারে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন