কোন সিনেমা জিতল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বুধবার ঘোষিত হয়েছে ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। এক ঝলকে দেখে নেওয়া যাক- সেরা ছবি, অভিনেতা, পরিচালকসহ বিজয়ীদের নাম। 

ফিচার ফিল্ম বিভাগ
সেরা মিশিং সিনেমা— বুম্বা রাইড
সেরা অসমিয়া সিনেমা— অনুর
সেরা বাংলা সিনেমা— কালকক্ষ
সেরা হিন্দি সিনেমা— সর্দার উধম
সেরা কন্নড় সিনেমা— ৭৭৭ চার্লি
সেরা গুজরাটি সিনেমা— দ্য চেলো শো
সেরা মৈথিলি সিনেমা— সমানন্তর
সেরা মারাঠি সিনেমা— একদা কে জালা
সেরা মালয়লম সিনেমা— হোম
বিশেষ জুরির পুরস্কার— শেরশাহ
সেরা শিশুশিল্পী— ভাবিন রবরি (দ্য চেলো শো)
ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড সেরা ডেবিউ পরিচালক— মেপ্পাডিয়ান, বিষ্ণু মোহন
সেরা সিনেমা (সামাজিক বিষয়)— অনুনাদ দ্য রেজ়নেন্স
পরিবেশ সংরক্ষণমূলক সেরা সিনেমা— অভসভয়ুহম
সেরা ছোটদের সিনেমা— গান্ধী এ্যান্ড কো
সেরা চিত্রনাট্য (মৌলিক)— শাহি কবীর, নায়ট্টু
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)— সঞ্জয় লীলা ভন্সলী, উৎকর্ষিণী বশিষ্ট, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি 
সেরা প্লেব্যাক (মেল)— কালা ভৈরব (কোমুরাম ভিমোডু, আরআরআর)
সেরা প্লেব্যাক (ফিমেল)— শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজ়হাল)
সেরা সঙ্গীত পরিচালক— দেবী শ্রী প্রসাদ, পুষ্পা
সেরা সঙ্গীত পরিচালনা (আবহসঙ্গীত)— এম এম কীরাবাণী, (আরআরআর)
সেরা সম্পাদক— সঞ্জয় লীলা ভন্সলী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সহ-অভিনেত্রী— পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস‌্‌)
সেরা সহ-অভিনেতা— পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা অভিনেত্রী— আলিয়া ভট্ট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি), কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা— অল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ়)
সেরা জনপ্রিয় ছবি— আরআরআর
সেরা ছবি— রকেট্রি দ্য ন্যাম্বি এফেক্ট

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন