পরিণীতি-রাঘবের বিয়ের প্রস্তুতি শুরু!

আংটিবদলের প্রায় তিন মাস পর বিয়ের প্রস্তুতি শুরু করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতীয় তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডা! বলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী মাসের শেষের দিকে বাজবে এই জুটির বিয়ের সানাই।

শনিবার (২৬ আগস্ট) রাঘব-পরিণীতি মহাকালেশ্বর মন্দিরে পৌঁছান। অভিনেত্রীর পরনে ছিল প্যাস্টেল পিঙ্ক রঙের কাঞ্জিভরম শাড়ি। রাঘব পরেছিলেন হলুদ ধুতি। তার সঙ্গে ছিল লাল উত্তরীয়। একসঙ্গে পূজা দেন দুজন। আরতি করেন। ঈশ্বরের কাছে সুখী দাম্পত্যের কামনা করেন তারকা যুগল। তারপর মন্দির থেকে বেরিয়ে যান।

তবে ঠিক কবে ছাঁদনাতলায় যাচ্ছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ সেজে উঠবে বিয়ের আসর। কনের সাজে বিয়ের আসরে যাবেন পরিণীতি। পাঞ্জাবি মতে আংটিবদল সেরেছিলেন রাঘব-পরিণীতি। শিখ ধর্মগুরুদেরও সেখানে দেখা গিয়েছিল। এবার বিয়ে পাঞ্জাবি মতে না হিন্দু রীতি মেনে করবেন, তাই-ই দেখার বিষয়।

গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি।জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন