সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
১৯৭৫ সালের ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবন-মরণের সাথী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে সপরিবারে নৃসংশভাবে হত্যা করা হয়, যা মানব ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়।
আজ সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২ টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিউ গ্যালারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা এক আলোচনা সভার আয়োজন করে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ দুর্জয় পাল এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রসুল জয়ের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী, স্বারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সুদীপ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সাত্তার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাইদুল ইসলাম নাঈম, বাংলাদেশ ছাত্রলীগ-কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ডাঃ সাফিনাজ হাসান তালুকদার ও ইন্টার্ণী চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ খায়রুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন এবং ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধী চক্রের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর বর্তমান নেতৃবৃন্দ, ইন্টার্ণী চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন