১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিবি নিউজ || লন্ডন  ||

২৮শে আগস্ট সোমবার, ইস্টলন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবকে সকলের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে নান্দনিকভাবে আয়োজনের জন্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কবি, লেখক, পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ী সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আসন্ন বইমেলাকে সুন্দর ও সফল ভাবে আয়োজন করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও বিভিন্ন সুপরামর্শ দেন। সভায় অন্যন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- ড.কামরুল হাসান,শাহ ফারুক,নজরুল ইসলাম বাসন, সুজাত মনসুর, আবুল কালাম আজাদ ছোটন,ফারুক আহমদ,আব্দুর রাজ্জাক,মোসাইদ খান, মোহাম্মদ ইকবাল,রেদওয়ান খান, হেনা বেগম, মুহাম্মদ মুহিদ প্রমূখ।  উল্লেখ্য, আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর  মাইল এন্ডের আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিতব্য ১১তম বাংলাদেশ বইমেলা উপলক্ষে প্রায় ১৭ টি বিভিন্ন ধরনের বই সাহিত্য-ম্যাগ প্রকাশিত হচ্ছে এবং মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে প্রায় ১৭টির মত প্রকাশনী সংস্থা। বাংলাদেশ, আমেরিকা ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী,সাংবাদিক, পাঠক , শুভানুধ্যায়ী। দুদিনব্যাপি মেলা দুপুর ১:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন