সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ৬ জাতির এই টুর্নামেন্টে টেস্ট স্ট্যাটাস পাওয়া ৫ এশিয়ান দেশের সঙ্গে যুক্ত হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। এবারের এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো।
১৯৮৪ সালে যাত্রা শুরু হয়েছিল এশিয়া কাপ টুর্নামেন্টের। দুই বছর পরে অনুষ্ঠিত আসর থেকেই বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে। এখন পর্যন্ত এশিয়া কাপের ১৫টি আসর অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দুটি আসর ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। বাকি ১৩টি ছিল ওয়ানডে সংস্করণের।
এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে, তিনবার এশিয়া কাপের ফাইনালে খেললেও এখনো শিরোপাখরা ঘোচাতে পারেনি বাংলাদেশ। এবার বড় কিছুর স্বপ্ন সাকিব আল হাসান বাহিনীর।
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
মুলতান ক্রিকেট গ্রাউন্ডে আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাবর আজমরা। হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামছে পাকিস্তান।
অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই উদ্বোধনী দিনে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে। দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত পৌডেলের নেতৃত্বাধীন দলটি। তবে বড় প্রতিপক্ষের সামনে ভীত নন নেপাল অধিনায়ক। জানালেন, যোগ্য দল হিসেবেই এবারের এশিয়া কাপে এসেছেন তারা।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
নেপালের একাদশ
রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন