ইতিহাস গড়ার অপেক্ষায় রূপান্তরিত নারী ক্রিকেটার ড্যানিয়েলে

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রূপান্তরিত খেলোয়াড় হতে যাচ্ছেন ড্যানিয়েলে ম্যাকগাহি। ২৯ বছর বয়সী এই ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন।

আইসিসি জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারণ করা আছে, ম্যাকগাহি তা পূরণ করেছেন। ম্যাকগাহির বিষয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে ড্যানিয়েল আইসিসির প্লেয়ার এলিজিবিলিটি রেগুলেশনসে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য হয়েছেন।’

বিবিসির খবরে বলা হয়, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগপর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচও খেলেছেন ম্যাকগাহি। তবে সেসব ম্যাচ আইসিসি স্বীকৃত ছিল না। এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হবে ম্যাকগাহির কানাডা। এই বাছাইয়ে অপর দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে। যেখান থেকে দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০ দল নামবে বিশ্বকাপ ট্রফির লড়াইয়ে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন