ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে রেকর্ড কাদের দিকে?

gbn

বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনা, উন্মাদনা, রুদ্ধশ্বাস পরিস্থিতি। পরিসংখ্যান কিংবা প্রিয় খেলোয়াড় নিয়ে আলোচনা-সমালোচনা। কে কার থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে। আর মাত্র কয়েকঘণ্টা পরেই এশিয়া কাপের সেই মহারণে  শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু’দল। 

এশিয়া কাপে এটি ভারতে প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। প্রথম ম্যাচে নেপালকে পাহাড়সম রানের নিচে চাপা দিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে।

ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখনও পর্যন্ত ১৩২টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি। 

পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত যে ৫৫টি ওয়ান ডে জিতেছে, তার মধ্যে ২৬টি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে ভারতীয় দল। ২৯টি ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। অর্থাৎ, শুরুতে ফিল্ডিং করলে জেতার হার বেশি।

এশিয়া কাপে হার-জিতের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ভারত। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান- দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে (শুধু ওয়ান ডে ফরম্যাটের এশিয়া কাপে)। তার মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ভারত। ৫টি ম্যাচে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচের কোনও ফল হয়নি।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। পাল্লেকেলে স্টেডিয়ামে ডানহাতি পেসারের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। এখানে একটি ওয়ান ডে ম্যাচে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। আর একটি ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। এই মাঠে ২০১২ সালে ৫ উইকেট নিয়েছিলেন ইরফান পাঠানও। পেসারদের জন্য সাহায়ক থাকে পিচে। লাইন-লেন্থ ঠিক থাকলে পেসাররাও বিপাকে ফেলতে পারেন ব্যাটারদের। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে পিচে। এই মাঠে রোহিত শর্মার ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে।

পাল্লেকেলেতে পাকিস্তানের ওয়ান ডে রেকর্ড ঠিক উল্টো। এই মাঠে ৫টি ম্যাচ খেলে তিনটিতে পরাজয় হজম করতে হয়েছে পাক শিবিরকে। নিউজিল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের পর থেকে এই মাঠে আর ওয়ান ডে ম্যাচ খেলেনি পাকিস্তান।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন