মৌলভীবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ কানাডা প্রবাসী ফনীন্দ্র কুমার ভট্টাচার্য আর নেই,, এম ডি এফ এর শোক প্রকাশ, 

বদরুল মনসুর, 

কানাডার মন্ট্রিয়লে বসবাসরত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন অন্যতম সিনিয়র সদস্য মৌলভীবাজার সদর কামালপুর ইউনিয়নের তিনবারের শ্রেষ্ঠ সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক এবং প্রগতিশীলধারার সমাজ সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক কানাডার সম্মানিত উপদেষ্টা মৌলভীবাজারের কৃতি সন্তান সাবেক বিশিষ্ট  জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত এডভোকেট ফনীন্দ্র কুমার ভট্রাচার্যকে জাত-ধর্ম-দল নির্বিশেষে ভালোবাসা, গভীর শ্রদ্ধা আর অশ্রুজলে চির বিদায় জানিয়েছে মন্ট্রিয়লবাসি।

 

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার্স প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় মৌলভীবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বাবু ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।।

শোক বার্তায় দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ কানাডা প্রবাসী ফনীন্দ্র কুমার ভট্টাচার্য একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারি, দক্ষ সংগঠক, শিক্ষানুরাগী, সৎ ন্যায়পরায়ণ ব্যক্তি, সমাজসেবী হিসাবে তাহার কর্ম, অবদান সকলের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। 

উনার মৃত্যুতে মৌলভীবাজার জেলাবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে শোকবার্তায়  উল্লেখ করে তাঁহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকাবহ পরিবারবর্গ সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন