ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারত-পাকিস্তান ম্যাচের এক টিকিটের দাম ৭৫ লাখ!

বাইশগজে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই বাড়তি উন্মাদনা। ক্রিকেট সামর্থ্য, রাজনৈতিক বৈরীতার কারণে ক্রিকেট বিশ্বে বাড়তি নজর থাকে দুই দলের ম্যাচটিকে ঘিরে। তবে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বড় টুর্নামেন্টের বাইরে তাদের ম্যাচ দেখার সুযোগ নেই বললেই চলে।

এ বছর অবশ্য বেশ কবারই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাচ্ছে সমর্থকরা। চলমান এশিয়া কাপের গ্রুপপর্বে রোহিত-বাবরদের দ্বৈরথ বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেলেও অন্তত আরও একবার মাঠে নামছে তারা।

আগামী ১০ সেপ্টেম্বর সুপার ফোরের লড়াইয়ে দ্বিতীয় বারের মতো দল দুটি মুখোমুখি হবে। এছাড়া ফাইনালেও মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। এতো গেল এশিয়া কাপ। আসন্ন ভারত বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা। যা নিয়ে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে।

আগামী ১৪ অক্টোবর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। ম্যাচটির টিকিট ঘিরে স্বাভাবিকভাবেই চাহিদা তুঙ্গে। গত ২৯ আগস্ট প্রথম দফায় ম্যাচটির টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব। দ্বিতীয় দফায়ও ঘটে একই ঘটনা। ৩ সেপ্টেম্বর টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। টিকিট নিয়ে সমর্থকদের এমন উন্মাদনার সুযোগ নিচ্ছে ভারতের কিছু টিকিট কালোবাজারি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইভোল্টেজ এই ম্যাচের একটি টিকিট ৫৭ লাখ রুপি দাম হাঁকাচ্ছেন কালোবাজারিরা। বাংলাদেশি মুদ্রায় যা ৭৫ লাখ টাকার মতো। টিকিট বিক্রির জন্য ভারতের বিভিন্ন অনলাইন কেনাকাটার মাধ্যমেও বিজ্ঞাপন দিচ্ছে তারা।

এনডিটিভির খবরে বলা হচ্ছে, দুই দলের মহারণের প্রিমিয়াম ক্যাটাগরির এক একটি টিকিট প্রায় ২০ লাখ রুপিতে বিক্রি করছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ভিয়াগোগো। এছাড়া আপার টায়ারের দুটি টিকিট আর অবিক্রিত রয়েছে। যেগুলোর জন্য দাম হাঁকানো হচ্ছে ৫৭ লাখ রুপি।

শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, স্বাগতিক ভারতের প্রায় সব ম্যাচের টিকিট উচ্চমূল্যে বিক্রি করছে কালোবাজারিরা। যা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন সাধারণ দর্শকেরা। অনেকে টিকিট কালোবাজারির বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেইসঙ্গে ম্যাচ টিকিট কীভাবে কালোবাজারিদের হাতে গেল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন