মৌলভীবাজার প্রতিনিধি \ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।
গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর ) দুপুরে মৌলভীবাজারের শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়ায় আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলেক্ষ্যে বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী মৌলভীবাজারের শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়ায় থেকে বের হয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ দিকে শ্রীমঙ্গলস্থ শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়ায় ৫ দিনব্যাপী জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান মালার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। পরে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশনেন। জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ধর্মালোচনা, ধর্মীয় সংগীত, নৃত্যানুষ্ঠান সহ শোভাযাত্রা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন