জাতীয় দলের হয়ে যখন নামছেন মেসি-নেইমার-রোনালদোরা

ক্লাব ফুটবলের বিরতি টেনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফের জাতীয় দলের জার্সি গায়ে তুলছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদোরা। মেসি-নেইমাররা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে নামবেন। অন্যদিকে, রোনালদো ও কিলিয়ান এমবাপেদের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। আসন্ন লড়াইয়ের আগে লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলো সাম্প্রতিক সময়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

আগামীকাল (শুক্রবার) ভোর ৬টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে মহাতারকা মেসিকে। বাছাইপর্বে এবারের আন্তর্জাতিক সূচিতে দুটি ম্যাচ রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। তাদের অপর প্রতিপক্ষ বলিভিয়া।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। নানা কারণে এবার দল যাচাই-বাছাই করতে বেশি সময় লেগেছে স্কালোনির। দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা এবং অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য দুটি দল গড়তেই এই বিলম্ব। শেষ পর্যন্ত ৩২ সদস্যের দলে ঠাঁই হয়নি ইনজুরিতে থাকা পাউলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং লো সেলসোর। তবে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।

অন্যদিকে, দীর্ঘ ৮ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন প্রধান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২৩ সদস্যের দলে প্রথমে জায়গা হয়নি ওয়েস্টহ্যামের লুকাস পাকেতা, আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস ও বার্সেলোনার রাফিনিয়ার। পরবর্তীতে ইনজুরির কারণে ছিটকে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় জেসুস এবং অ্যান্তোনির পরিবর্তে দলে ডাকা হয় রাফিনিয়াকে। পাকেতার বিরুদ্ধে জুয়ায় জড়িত থাকা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা অ্যান্তোনির বিরুদ্ধে বান্ধবীকে মারধরের অভিযোগ ওঠায় দল থেকে বাদ পড়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ব্রাজিল মাঠে নামবে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর)। সেদিন ভোর ৬ টা ৪৫ মিনিটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে নামবে। কার্লো আনচেলত্তি সেলেসাওদের পরবর্তী কোচ হওয়ার আগপর্যন্ত অভ্যন্তরীণ কোচের দায়িত্বে আছেন ফার্নান্দো দিনিজ। দেশীয় এই কোচের অধীনে বাছাইপর্বের ম্যাচ দিয়েই প্রথমবার মাঠে নামবে ব্রাজিল।

২০২২ বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগালের দলীয় সাফল্য যেমন ছিল না, তেমনি ব্যক্তিগত সাফল্যেও ম্লান ছিলেন রোনালদো। তার ওপর বেশিরভাগ ম্যাচেই তাকে ডাগআউটে বসে কাটাতে হয়েছিল। তবে এরপর খেলা দুটি প্রীতি ম্যাচে খেলেছিলেন সিআরসেভেন। আল-নাসরের হয়ে খেলা এই তারকার ওপরই আস্থা রেখেছেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ। তার অধীনে ইউরো বাছাইয়ের ম্যাচে পর্তুগাল নামছে আগামীকাল (শুক্রবার) রাত ১২টা ৪৫ মিনিটে, তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন