কাশ্মিরের মাল্টিপ্লেক্সে ফের শাহরুখ-ম্যাজিক

‘পাঠান’-এর পরে ‘জাওয়ান’। কাশ্মিরের একমাত্র মাল্টিপ্লেক্স কার্যত দখলে নিয়েছে শাহরুখ খান ও তার দলবল। 

কাশ্মিরে একমাত্র মাল্টিপ্লেক্সে তিনটি স্ক্রিন রয়েছে। সব মিলিয়ে আসন ৫২৩টি। তিনটিতেই শাহরুখের নতুন ছবির আটটি হাউসফুল শো চলছে। ৮০%-এরও বেশি দর্শক টিকিট কেটেছেন অনলাইনে। 

মাল্টিপ্লেক্সের অন্যতম কর্মকর্তা আব্দুল রউফ জানালেন, শ্রীনগরে নতুন করে সিনেমা হল তথা মাল্টিপ্লেক্স খোলার পরে এই নিয়ে চারটি ছবির শো-তে দেখা গেল, কোনো টিকিট পড়ে নেই। সেগুলো— ‘পাঠান’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘ওপেনহাইমার’ এবং ‘জাওয়ান’। ভালো ব্যবসা করেছে অজয় দেবগণের ‘দৃশ্যম-২’-ও।  

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন