ওয়েষ্ট এন্ড হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলের এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মিলিনিয়াম অডিটোরিয়ামে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলের এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান খান মজলিস। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, কৃষিবিদ নজরুল ইসলাম, এড.সফিক মাহমুদ পিন্টু, ইয়াহিয়া আহমেদ রুহেল, প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ, হাজী মোঃ ইউনুস সুমন, আজফার উজ জামান সোহরাব, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন ওরফে বিচ্ছু জালালসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৮২ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী ডঃ হোসেন শাহাদাৎ নিপু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ১৯৬৬ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী বিচারপতি আব্দুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষিবিদ নজরুল ইসলাম, ডা. খান আবুল কালাম আজাদ, হাজী মোঃ ইউনুস সুমন, আজফার উজ জামান, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন ওরফে বিচ্ছু জালালসহ আরো অনেকে।

দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হয় এসোসিয়েশনের নির্বাচিত নতুন কমিটির নাম করেন এসোসিয়েশনের নির্বাচন বোর্ড এর নির্বাচন কমিশনার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ  এম জেড হাসান। এসময় নির্বাচন বোর্ডের সদস্য ঢাকা ওয়াসার সাবেক পরিচালক সোহরাব হোসেন এবং বাংলাভিশনের প্রধান ব্রডকাস্ট প্রকৌশলী এ কে এম ফেরদাউস উপস্থিত ছিলেন। 

নির্বাচনে এলামনাই এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হন প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জুলফিকার আলি মবু।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন এড. শফিক মাহমুদ পিন্টু,  সহ-সভাপতি নির্বাচিত হন হাজী মোঃ ইউনুস সুমনসহ আরো ২৫ জন। 

এবারের কমিটির সদস্য সংখ্যা মোট ১৪১ জন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবু নির্বাচন কমিশন ও স্কুলের সাবেক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, " শতবর্ষী এই স্কুলের এলামনাই এসোসিয়েশনের দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। এছাড়া আমরা স্কুলের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করি।"

আজকের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এলামনাই এসোসিয়েশনের কর্মকাণ্ড ও গঠনতন্ত্রের কিছু পরিবর্তনও আনা হয়েছে।

সহ-সভাপতি হাজী ইউনুস সুমন বলেন, "আমরা ঈমান ও একতা এই দুইটি বিষয় এক করে কমিটিতে কাজ করবো। আশা করি আগামীতে যে সভাগুলো হবে এবং কাজগুলো হবে তা আমরা সর্বসম্মতি নিয়ে করবো যাতে কারো কোন দ্বিমত না থাকে। যেখানে অধিকাংশ মত থাকবে সেটাই নিতে হবে। অর্থাৎ আলোচনার মাধ্যমে কাজ গুলো হবে, এতে আল্লাহর রহমত থাকবে।"

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ছিলেন এই স্কুলের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "ওয়েষ্ট এন্ড হাই স্কুলের এক সময় অনেক নাম ছিলো। কিন্তু এখন আর সেটা নেই। এটা বেশ দুখঃজনক। স্কুলের সাবেক শিক্ষার্থীরা অনেক ভালো ভালো স্থানে আছেন। তারা চাইলে স্কুলকে আগের স্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।"

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন