বদরুল মনসুর,
মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বড়লেখা জুড়ি থেকে নির্বাচিত সাবেক এম,পি ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধূরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর
ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর বর্তমান সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ সহ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মৌলভীবাজার জেলাবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, এবাদুর রহমান চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবি ছিলেন। ছিলেন একজন কবি, নাট্য শিল্পী, পত্রিকার সম্পাদক, বহুমাত্রিক প্রতিভার অধিকারি, শিক্ষানুরাগী, সমাজসেবী,তিনি তার কর্মের জন্য জেলাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
এখানে উল্লেখ্য যে জননেতা এবাদুর রহমান চৌধুরী ছাত্রাবস্থায় পূর্বপাকিস্তান ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। স্বাধীন হওয়ার পর আইনজীবী হিসেবে মৌলভীবাজার মহকুমা উকীল বার’এ আইন ব্যবসায় যোগ দেন। এ সময় তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)এর মহকুমা সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেন। পরে জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত হন। মৌলভীবাজার-১ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি,সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী থাকাকালিন তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে অভুতপূর্ণ উন্নয়ন করেন। শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রের তার অবদান আজও জনমনে অম্লান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন