শেষবার কবে মেসিকে ক্লান্ত হতে দেখেছেন, এমন প্রশ্নটা কিছুটা জটিলই বটে। অন্তত মেসি ভক্তদের জন্য। ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত সূচির মাঝে বছরের পর বছর পারফর্ম করে গিয়েছিলেন এই আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। তবে ৩৬ বছরের মেসি এখন ক্লান্ত। ইকুয়েডরের বিপক্ষে বদলি হয়েছেন, বলিভিয়ার বিপক্ষে মাঠেই নামেননি।
আন্তর্জাতিক সেই সূচি শেষ করে এবার তিনি ফিরেছেন ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে বাংলাদেশ সময় রাত তিনটায় খেলতে নামবে জেরার্ডো টাটা মার্টিনোর দল। তবে মেসিকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই গিয়েছে। কোচ মার্টিনো নিশ্চিত না করলেও গুঞ্জন আছে, মেসি এই ম্যাচ খেলতে নামছেন না।
মায়ামি কোচ মার্টিনো অবশ্য মেসিকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। তার ভাষ্য অনুযায়ী, মেসি এখন পর্যন্ত ভালোই আছে, তবে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, ‘তার (মেসি) ব্যাপারে আমরা সতর্ক থাকব, কারণ সামনে অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’
এর আগে মেসির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের আগে জানিয়েছিলেন, মেসি পুরোপুরি ফিট হতে পারেননি। অনুশীলনে অস্বস্তি থাকায় শেষ পর্যন্ত বাছাইপর্বের ম্যাচ খেলা হয়নি তার। এবার ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসি। গড়ে প্রতি চারদিনে খেলতে হয়েছে একটি করে ম্যাচ। সেপ্টেম্বরের বাকি সময়টায় আছে আরও ৪ ম্যাচ। যার মাঝে আছে ইউএস ওপেন কাপের ফাইনাল। সুস্থ অবস্থায় মেসিকে পেতে তাই কিছুটা অপেক্ষা করতে রাজি ইন্টার মায়ামি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন