দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়  জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ    

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সঞ্চলনায় কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, আবহাওয়াবিদ ড. মো. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জাহীদ হাচান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, প্রকল্প সম্মনয়কারী সোহাগ হাওলাদারসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউক্যাট সদস্য, ভুক্তভোগী অংশ নেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন