বার্সেলোনার সাবেক তিন তারকা লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে ছাড়াই সোমবার ভোরে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের এই ম্যাচে ওরলান্ডো সিটির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
এই ড্রয়ে মায়ামি প্লে-অফের শেষ পজিশন থেকে পাঁচ পয়েন্ট দূরে রয়েছে। মিয়ামির নিয়মিত মৌসুম শেষ হতে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি রয়েছে।
গত মাসে মেসির আগমনের পর উজ্জীবিত মায়ামি লিগ কাপের শিরোপা জয় করেছিল। এখন তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। বুধবার ভোরে ইউএস ওপেন কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ হাউস্টন ডাইনামো। ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে কোচ জেরার্ডো মার্টিনো কোনো ঝুঁকি নিতে চাননি।
ফিটনেস সমস্যার কারণে মেসি ও আলবা বিশ্রামে রয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার বুসকেটসকেও দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন মার্টিনো। অভিজ্ঞ এই তিন তারকার পরিবর্তে ঘরের মাঠে বেড়ে ওঠা স্থানীয় দুই তরুণ নোহা অ্যালেন ও ডেভিড রুইজের উপর আস্থা রেখেছিলেন মার্টিনো। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে কাম্পানার পাস ধরে জোসেফ মার্টিনেজের লো শট গালেস সেভ করলে ফিরতি বলে ডেভিড রুইজ মায়ামিকে এগিয়ে দেন। কিন্তু ৬৬তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্বাগতিকরা। পরে ড্র হয় ম্যাচটি। এই ড্রয়ের পর ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে রয়েছে মায়ামি। প্লে-অফে খেলতে হলে অন্তত ৯ নম্বরে উঠতে হবে তাদের।
জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন