আসন্ন ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘অ্যানিমেল’ থেকে অভিনেত্রী রাশ্মিকা মান্দানার চমৎকার লুক প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত প্রথম পোস্টারে রাশ্মিকাকে দেখতে অত্যন্ত আকর্ষণীয় লেগেছে। অভিনেত্রী সম্পর্কে নির্মাতারা বলেছেন, “শাড়ি পরাতে রাশমিকাকে দুর্দান্ত লেগেছে। তার মিষ্টি হাসি ও কপালের টিপ অভিনেত্রীর চেহারায় লাবণ্য ফুটিয়ে তুলেছে।
”
‘অ্যানিমেল’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর আগে ‘অর্জুন রেড্ডির’ দিয়ে তেলেঙ্গু দর্শকদের অভিতূত করেছিলেন এবং পরবর্তীতে সিনেমাটির রিমেক ‘কবির সিং’-এ দিয়ে হিন্দি দর্শকদের বিস্মিত করেছেন। তারই পরিচালনায় ‘অ্যানিমেল’ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় অ্যাকশন চলচ্চিত্র হতে যাচ্ছে বলেই ধারনা করা হচ্ছে।
জানা গেছে, এই মুহূর্তে ‘অ্যানিমেল’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চললেও সিনেমাটির প্রচারণার কাজ চলছে পুরোদমে। নির্মাতারা আগে রণবীর কাপুরের প্রথম লুক এবং তারপরে একটি প্রি-টিজার উন্মোচন করেছিলেন।
এবার সিনেমাটির নারীপ্রধান চরিত্র রাশ্মিকা মান্দানার চরিত্রের পোস্টার প্রকাশ করা হলো। এতে তাকে রণবীরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে।
২৮ সেপ্টেম্বর ‘অ্যানিমেল’-এর বহুল প্রত্যাশিত টিজার মুক্তি পাবে। প্রযোজক ভূষণ কুমারের প্রযোজনায় প্রধান ভূমিকায় রণবীর কাপুর ও রাশ্মিকা মান্দানা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দিমরি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন