একের পর এক বিতর্কে নিয়মিত আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন টেলিভিশনের অন্যতম বিতর্কিত এই তারকা। আদিল দুররানি খানের সঙ্গে বিয়ে, তারপর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন এবং সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্য কলহ।
রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। তাতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রির অভিযোগ এনেছেন ‘বিগ বস’ খ্যাত তারকা রাখি। অভিযোগের পাহাড় দাঁড় করার পরে আবার শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি।
সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে রীতিমতো ঘটনাবহুল ও বর্ণময় রাখির জীবন। সেই জীবনকেই এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চান রাখি!
ওমরাহ করে ফেরার পর রাখি সাওয়ান্ত
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, নিজের বায়োপিক নিয়ে বেশ উৎসাহী তিনি। এমনকি নিজের জীবনীচিত্রের চিত্রনাট্য নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাখি।
কেউ প্রশ্ন করার আগেই রাখি জানান, তার বায়োপিকের জন্য ইতিমধ্যে একাধিক বলিউড নায়িকার কাছে নাকি প্রস্তাবও পাঠিয়েছেন তিনি।
রাখি বলেন, ‘আমরা এখনো পর্যন্ত আলিয়া ভাটকে ভেবেছি আমার চরিত্রের জন্য। বিদ্যা বালানের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে সিনেমাটির জন্য।’
রাখির এই ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে। রাখিকে নিয়ে বিদ্রুপ করতেও ছাড়েননি অনলাইন ব্যবহারকারীরা।
বিদ্যা তো বটেই, আলিয়াও তার ধরাছোঁয়ার বাইরে, এমনটাই দাবি অনেকের। অনেকে আবার রাখিকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন