বাংলাদেশে আয়ে ইতিহাস গড়ল ‘জওয়ান’

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এর পর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে। এখন পর্যন্ত ভারতের ৫৭১ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ‘জওয়ান’-এর আয় ছাড়িয়েছে এক হাজার ৫০ কোটি রুপি।

এবার বাংলাদেশেও আয়ের নজির গড়ল শাহরুখ খান অভিনীত সিনেমাটি। 

 

ভারতীয় গণমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ‘জওয়ান’ প্রায় এক মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশে, যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি দুই লাখ ৫৯ হাজার ১০০ টাকা। আর ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অঙ্ক ছুঁয়েছে।

এ বিষয়ে ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক্সে (টুইটার) একটি পোস্ট করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, ‘জওয়ান’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এক মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে। 

 

বাংলাদেশে যৌথভাবে ‘জওয়ান’ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। মোট ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘জওয়ান’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা।

এ সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপাতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন