চলে গেলেন হ্যারি পটারের ‘ডাম্বলডোর’খ্যাত মাইকেল গ্যামবন

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘হ্যারি পটার’র জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। 

বই হোক কি বড় পর্দা, হ্যারি পটার বিশ্বজুড়ে একটা ফেনোমেলা।

যা প্রজন্মের পর প্রজন্মকে বুঁদ করে রেখেছে গত ২৩ বছর ধরে। জেকে রাউলিং-এর কাহিনি নির্ভর হ্যারি পটার ফিল্ম সিরিজের শেষ ৬টিতে হগওয়ার্টসের হেডমাস্টারের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন অভিনেতা মাইকেল গ্যামবন। 

 

অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর পাশেই ছিল স্ত্রী অ্যানি এবং পুত্র ফেরগুস।

 

1

রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর প্রফেসর ডাম্বলডোরের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাইকেল গ্যামবন। তারপর সাফল্যের সঙ্গে সেই ভূমিকা পালন করেছেন বছরের পর বছর। হ্যারি-হারমাইনি এবং রনের পাশাপাশি রেজে রাউলিং-এর উপন্যাসের সবচেয়ে চর্চিত দুই চরিত্র হল ‘প্রফেসর স্নেইপ’ এবং ‘অ্যালবাস ডাম্বলডোর।’

এদিন হ্যারি পটারের অফিসিয়্যাল এক্স অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে জানানো হয়, ‘স্যার মাইকেল গ্যামবনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত।

সারা বিশ্বের হ্যারি পটার প্রেমীদের উনি নিখাদ বিনোদন, আনন্দের রসদ জুগিয়েছেন তাঁর রসবোধ, মমতা আর দয়ার মাধ্যমে। তাঁর স্মৃতি আজীবন আমাদের হৃদয়ে থাকবে’।

 

দীর্ঘ পাঁচ দশকের ফিল্মি ক্যারিয়ারে অজস্র চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে হ্যারির রক্ষাকর্তা ডাম্বেলডোর হিসাবেই দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাকে। হ্যারি পটারের লেগাসি যত দিন থাকবে ততদিন দর্শক হৃদয়ে ‘ডাম্বেলডোর’ হিসাবে উজ্জ্বল থাকবে মাইকেল গ্যামবনের নাম।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন