জুড়ীতে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার- বনে অবমুক্ত করা হয়েছে 

জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে উপজেলায় পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের কে এম আহসান কবীর এর বাড়িতে নেটের জালে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়ে। গত শুক্রবার (২৯/সেপ্টেম্বর) রাতে, আহসান কবীর সাপটি না মেরে খবর দেন স্থানীয় বন কর্মীদের। খবর পেয়ে পরিবেশ কর্মীরা স্থানীয় বন বিভাগের লোকজনের সাথে যোগাযোগ করে রাত ৯ ঘটিকায়  সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সাপটি লাঠিটিলা সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়। ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোর্শেদ আলম জানান, রাতে হঠাৎ বড় ধামাই গ্রামের এ কে এম আহসান কবীর ফোন দিয়ে বলেন উনার জালে একটি সাপ আটকে রয়েছে। আমি স্থানীয় বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে পাথারিয়া সংরক্ষিত বনে ছেড়ে দেই। জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, প্রথমে জালে আটকে পড়া সাপটির সংবাদ পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের মাধ্যমে। এর পর পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করে লাঠিটিলা বিটের লাঠিছড়ায় অবমুক্ত করা হয়েছে। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষায় যে কোন সময় সর্বদা প্রস্তুত রয়েছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন