মৌলভীবাজার প্রতিনিধি\ ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রæতি পূরণে প্রজন্মের ভূমিকা’ ¯েøাগানকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
গতকাল রোববার (১ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরের জেলা প্রশাসকের সম্মুখ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল,সদও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়। আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এ সময় বক্তারা প্রবীণদের বয়স্ক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানান ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন