বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে। ৫ অক্টোবর শুরু মাঠের যুদ্ধ। ৪৯ দিনের টুর্নামেন্টে ৪৮ ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে? এই জল্পনার মধ্যে আরো একটি বিষয় আলোচনায় জায়গা করে নিচ্ছে। ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই বোধ হয় আলোচনাটা একটু বেশিই হচ্ছে।
মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনীতে কারা গাইবেন, কারা নাচবেন, মঞ্চ মাতাবেন কারা!
এ নিয়ে অবশ্য মুখে তালা এঁটেছেন আয়োজকরা। সমর্থকদের রোমাঞ্চ বাড়াতে পরিকল্পনা গোপন করে সবাইকে অপেক্ষায় রেখেছে বিসিবিআই। তবে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোয় যে খবর ছড়িয়েছে, তাতে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের নামকরা তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পিটিসি পাঞ্জাবের বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস জানিয়েছে, উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করবেন দেশটির জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালকে পারফরম করতে দেখা যাবে। এ ছাড়াও নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে।
নাচ-গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস-ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন