জিবিনিউজ 24 ডেস্ক //
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো’র মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
তিনি বলেন, “ইমানুয়েল ম্যাক্রো কার্যত মানসিক রোগী। তার মানসিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।”
সি প্রেসিডেন্ট। এ বিষয়ে এরইমধ্যে তুরস্কে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দেশে তলব করেছেন। খবর বিবিসির।
এতে বলা হয়, কয়েকদিন আগে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র ব্যবহার করে ক্লাসে শিক্ষাদান করা ইতিহাসের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরচ্ছেদ করে এক চেচেন যুবক। এ ঘটনায় উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না।
এর জবাবে এরদোয়ান তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন বলে মন্তব্য করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন