এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় আল নাসর। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সৌদির ক্লাবটি। গতকাল ঘরের মাঠে ইস্তিকলোলকে হারিয়েছে ৩-১ গোলে। এ দিনও গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এ নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
নিজেদের মাঠে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আল নাসর। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে প্রথমার্ধের শেষ দিকে এসে এগিয়ে যায় ইস্তিকলোল। প্রথম আক্রমণে গিয়ে গোল করেন সেনিন সেবাই।
এই গোলে নাসর গোলরক্ষকের অবদানই বেশি। প্রতিপক্ষ ফরোয়ার্ডের দুর্বল শটও আটকাতে পারেনি।
৬৬ মিনিটে ত্রাতা হয়ে আসেন রোনালদো। তিনি গোল করলে ম্যাচে ফিরে আসে নাসর।
এরপর ৭২ ও ৭৭ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় নাসরের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে সৌদির ক্লাবটি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন