দ্বিতীয় বিয়ে করলেন শাহরুখের নায়িকা মাহিরা খান

চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের সঙ্গে বলিউডে ‘রাইস’ সিনেমার জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। অভিনেত্রীর বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে।

মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে মাহিরা সেলিমের দিকে এগিয়ে যাচ্ছেন।

এ সময় সেলিমকে চোখের জল মুছতে দেখা গেছে। সেলিমও মাহিরার দিকে এগিয়ে এসে তার ঘোমটা তুলে দেয়। আবেগাপ্লুত সেলিম মাহিরার কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় মাহিরাকেও আবেগপ্রবণ হতে দেখা যায়।

 

 

পাকিস্তানের মুরিতে একটি বহিরাগত অনুষ্ঠানে দুজনের বিয়ে হয়। বিয়েতে মাহিরা ওড়না সহ একটি প্যাস্টেল লেহেঙ্গা পরেছিলেন। হীরার গহনাও পরনে ছিল অভিনেত্রীর। সেলিমকে কালো শেরওয়ানি ও নীল পাগড়িতে দেখা গেছে।

 

 ২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পের্কে জড়ায় মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেলিমকে ডেট করার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

তিনি নিশ্চিত করেছিলেন যে তার প্রেমিক ইন্ডাস্ট্রির কেউ নন।

 

মাহিরাকে সামনে নেটফ্লিক্স সিরিজ ‘জো বাঁচায় হ্যায় সাং সামৈত লো’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফাওয়াদ খান এবং সানাম সাইদ। ইতালি, যুক্তরাজ্য এবং পাকিস্তানে শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন