নতুন জুটি রাজ-বুবলী, আসছে ‘দেওয়ালের দেশ’

অনেকটা গোপনেই সাড়া হয়েছে শুটিং। এবার প্রকাশ্যে আসতে যাচ্ছে সিনেমাটির ফার্স্টলুক। আর এতে প্রথমবার চলচ্চিত্রে জুটি হয়েছেন আলোচিত নায়ক শরিফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামক সিনেমায় দেখা যাবে তাদের।

এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। 

 

সিনেমাটির নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে।  

নির্মাতা জানিয়েছেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে।

সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।

 

২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।  

চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হয়েই ঢালিউডে যাত্রা শুরু করেন বুবলী।

এরপর সাইমন সাদিক, নিরব, ইমন, মাহফুজ আহমেদ, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই চিত্রনায়িকা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন