নির্বাচন, সম্পর্কোন্নয়ন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস

নয়াদিল্লিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নের গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মাসে নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে তাঁরা কথা বলেন। 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষযক সমন্বয়ক জন কিরবি গতরাতে ব্রিফিংয়ে এ কথা জানান।

নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে বাইডেন, শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদের সেলফি তোলেন।

তখন তাঁদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল বলেও সে সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল। প্রায় তিন সপ্তাহ পর হোয়াইট হাউসও এবার এ বিষয়ে জানালো।

 

হোয়াইট হাউসে গত রাতে ব্রিফিংয়ে একজন সাংবাদিক দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার আলোচনার বিষয়টি তুলে ধরেন। তিনি জানতে চান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন কেমন দেখছেন? জবাবে কিরবি বলেন, ‘তাঁরা (বাইডেন ও শেখ হাসিন) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন।

তাঁরা জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়েও কথা বলেছেন।’

 

নয়াদিল্লির পর গত মাসে নিউ ইয়ার্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও সাক্ষাৎ হয়েছিল শেখ হাসিনা-বাইডেনের।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন