২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে ঘরের মাঠে ঐতিহাসিক ম্যাচ উপহার দিল নিউক্যাসল ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে মিলানকে রুখে দেওয়ার পর গতকাল নিজেদের মাঠে পিএসজিকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে। ইউরোপ সেরার লড়াইয়ে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। মর্যাদার আসরে পিএসজির মতো দলকে বিধ্বস্ত করার পর স্বভাবতই উচ্ছ্বসিত নিউক্যাসলের ফুটবলাররা।
এই যেমন ডিফেন্ডার ড্যান বার্ন বলছিলেন,‘আমার কাছে স্বপ্নের মতো লাগছে। অপেক্ষা করছি কেউ এসে আমার ঘুম ভাঙিয়ে দিক।’ দলের হয়ে তৃতীয় গোল করা সন লংস্টাফ এই জয়কে অবিশ্বাস্য বলছেন,‘আমরা খুবই খুশি। অবিশ্বাস্য জয় আমাদের জন্য।
এখন পরের ম্যাচ (বরুশিয়া ডর্টমুন্ড) জেতা আমাদের লক্ষ্য।’
জেমস পার্কে অবশ্য বলের দখল ছিল পিএসজিরই। কিন্তু স্বাগতিকদের আক্রমণের তোপে পেরে ওঠেনি কিলিয়ান এমবাপ্পেরা। ১৭ মিনিটে মিগেল আলমিরোনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল।
৩৯ মিনিটে ড্যান বার্ন, ৫০ মিনিটে সন লংস্টাফ এবং যোগ করা এক মিনিটে গোল করেন ফ্যাবিয়ান। ৫৬ মিনিটে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেস।
এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউক্যাসল কোচ এডি হাউ,‘আমরা সত্যি খুশি। ছেলেদের কাছ থেকে দারুণ কিছু পেয়েছি। এটা ভিন্ন একটি ম্যাচ ছিল।
’ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে ইংলিশ ক্লাবটি। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। এএফপি
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন