সিকিমে বন্যা: ২৩ ভারতীয় সেনাসহ নিখোঁজ অন্তত ৮০, নিহত ১০

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ২৩ জন ভারতীয় সেনা সদস্যসহ অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছেন। সিকিমে আকস্মিক বন্যার কারণে ইতিমধ্যেই দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার পানির স্তর বেড়ে যায়।

এরপর চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশে পানি ছাড়া হয়। এতে তিস্তার পানির স্তর আরো বেড়ে যায়। বাঁধ খুলে দেওয়ার পর সেখানে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় ২৩ সেনা সদস্যসহ ৮০ জন। 

 

তিস্তা নদীর পানি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশের বাঁধ থেকে নদীতে আরো পানি আসার পর পরিস্থিতি ব্যাপক খারপ হয়েছে। রাজ্যের বাকি অংশের সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগকারী দুটি সেতু ভেঙে গেছে।

ফলে পরিবহন পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু যানবাহন পানির নিচে তলিয়ে গেছে।

 

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ সংস্থা বিবিসিকে বলেছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। রাজ্যের অন্যান্য অংশেও উদ্ধার অভিযান চলছে। বন্যায় সমগ্র এলাকা প্লাবিত হয়েছে।

ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। নিচু এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় আটকে পড়াদের মধ্যে ৩ হাজারেরও বেশি পর্যটক রয়েছে। হিমালয় রাজ্য বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। গত বছর এই এলাকায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং কমপক্ষে  ২৪ জনের মৃত্যু ঘটেছিল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন