ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ গুরুতর : যুক্তরাষ্ট্র

খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে কানাডার অভিযোগ গুরুতর এবং এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার বলে হোয়াইট হাউস বলেছে। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের প্রধান নিজ্জারকে গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে হত্যা করা হয়। ভারত ২০২০ সালে নিজ্জারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। 

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কানাডার দাবিগুলো নিয়ে আলোচনা করেছিলেন।

কিরবি এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমরা অবশ্যই তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলার জন্য এই দুটি দেশের ওপর ছেড়ে দেব।’ 

 

কিরবি আরো বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অভিযোগগুলো গুরুতর। এর সম্পূর্ণ তদন্ত করা দরকার। ভারতকে এই তদন্তে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই।

 

স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল একটি পৃথক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, কানাডার তদন্ত এগিয়ে যাওয়া এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ‘আমরা আগেও প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে বলেছি আবারও বলছি, ভারত সরকারকে কানাডার তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘কোয়াড এবং অন্য অনেক ক্ষেত্রে ভারত আমাদের অংশীদার এবং আমরা তাদের ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি যেমন বলেছি, আমরা এই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি এবং আমরা শুধু কানাডার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি না বরং কানাডাকে সহযোগিতা করার জন্য ভারত সরকারকে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন