২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি করলেন জো রুট। ৫৭ বলে ২ চার এবং ১ ছক্কায় ৫০ পূরণ করেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে রুটের এটা ৩৭তম হাফসেঞ্চুরি।
কিউই বোলার ফিলিপসের বলে বোল্ড হয়ে ৭৭ রানে থামে জো রুটের ইনিংস।
৮৬ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। ২টি করে চার এবং ছক্কায় ৪২ বলে ৪৩ রান করে আউট হয়েছেন অধিনায়ক জস বাটলার। জনি বেয়ারস্টো করেছেন ৩৩ রান।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ১০ ওভার বোলিং করে ৪৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন