প্রবাসীদের আইনী অধিকার প্রতিস্টায় বিশেষ ট্রাইবুনালের  দাবীতে সেমিনার "  অনুস্টিত

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসমপ্রতি   এক সন্ধা ৬টায়  নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্থ মামাজ পাটি’ হলে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নিউইয়ক’ শাখার উদ্দ্যোগে "প্রবাসীদের আইনী অধিকার প্রতিস্টায় বিশেষ ট্রাইবুনাল বাস্তবায়নের দাবীতে  এক সেমিনার "  অনুস্টিত হয়|এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মিয়া জাকির  ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচআরপিবি কেন্দ্রীয় সভাপতি বিশিস্ট মানবাধিকার ব্যাক্তিত্ব ,বাংলাদেশ সুপ্রীম কোটের আইনজীবি এডভোকেট মনজিল মোশে’দ |অনুস্টান সঞ্চালনায় ছিলেন এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও এডভোকেট আব্দুর রশীদ|বক্তব্য রাখেন এটনী’ খায়রুল বাশার,প্রবীন  সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ,এডভোকেট মোহাম্মদ আলী বাবুল,সিরাজ উদ্দিন সোহাগ,এডভোকেচ আব্দুল হাই কাইয়ুম(সহ সভাপতি) মোহাম্মদ কিবরিয়া(সাধারন সম্পাদক) গিয়াস আহমদ,,পালক ক্রিস্টোফার আধিকারী,এডভোকেট মাহাবুবার রহমান বকুল,এডভোকেট রেজবুল কবীর,এডভোকেট আসলাম,এডভোকেট সোনিয়া সুলতানা,এডভোকেট কোবরাতুননেছা,মাহবুবুর রহমান প্রমুখ|প্রশ্নত্তোর পবে’ প্রধান অতিথি এডভোকেট মনজিজ মোরশেদ  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন|উক্ত অনুস্টানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন| সেমিনার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন